সংবাদ শিরোনাম 
|
|
ঢাকা, ২০ মার্চ, ২০১৭ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক সামান্য বাড়লেও লেনদেন, বেশিরভাগ কোম্পানীর শেয়ারের দাম ও বাজার মূলধন কমেছে।
সোমবার ডিএসইতে ৩২৫টি কোম্পানির ২৯ কোটি ৪২ লাখ ৯৬ হাজার ৭১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৯৯৫ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ২৪৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ০.২৬ পয়েন্ট বেড়ে ৫৬৯৫.৭২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৭৭ পয়েন্ট কমে ২০৬১.৫৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) পয়েন্ট ২.৬২ কমে ১৩০৫.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬ টির, কমেছে ১৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।
টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো : আইএফআইসি, সিটি ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরএসআরএম স্টিল, এবি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মা ও এসিআই ফর্মূলেশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : আইএফআইসি, এবি ব্যাংক, আইসিবি, এমআই সিমেন্ট, টুংহাই নিটিং, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মি. ফা., উত্তরা ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, ন্যাশনাল পলিমার ও আরামিট সিমেন্ট।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : স্ট্যান্ডার্ড সিরামিকস, ফাইন ফুডস, মুন্নু সিরামিকস, বিআইএফসি, তাক্কাফুল ইন্সুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, সাইফ পাওয়ার, শ্যামপুর সুগার ও সাফকো স্পিনিং।