সংবাদ শিরোনাম 
|
|
কান্দাহার (আফগানিস্তান), ১৪ নভেম্বর, ২০১৭ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে সোমবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার।
মুখপাত্র কুদরতুল্লাহ খোশবাখ সিনহুয়াকে বলেন, ‘কান্দাহার- হেরাত মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত ও আরো ৩৭ জন আহত হয়। দূর পাল্লার একটি বাস রাস্তার পাশে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।’
তিনি আরো জানান, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এদের অনেকের অবস্থা আশংকাজনক।
ভাঙ্গাচুড়া সড়ক এবং চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে আফগানিস্তানে প্রায় এ ধরণের দুর্ঘটনা ঘটে।