শিরোনাম
টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ), ২০ আগস্ট, ২০২৩ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার বেলা ১১টা-২০ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বিশেষ গণ গ্রন্থাগারে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
শিশু কিশোরদের অংশগ্রহণে ও তাদের তুলির আচরে বঙ্গবন্ধু, প্রকৃতি ও গ্রাম বাংলার চিত্র প্রস্ফুটিত হয়ে ওঠে। এর আগে জাতীয় শোক দিবসের রচনা প্রতিযোগিতা গত ১৭ আগস্ট টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশেষ
গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩টি বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
সুবিধামত সময় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে সমাধিসৌধ গন গ্রস্থাগার কর্তৃপক্ষ জানিয়েছে ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বিশেষ গণ গ্রন্থাগারে গ্রন্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ বাসসকে এ তথ্য জানিয়েছে ।
গ্রন্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ বলেন, ৩ টি বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ বিভাগে অনুর্ধ ৭ বছর বয়সী প্রতিযোগি অংশ গ্রহণ করে । প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত। খ’ বিভাগে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুরা শিশুদের সঙ্গে বঙ্গবন্ধু বিষয় ভিত্তিক ছবি আকে ।গ বিভাগে বিশেষ ( প্রতিবন্ধী) প্রতিযোগিরা অংশ নেয় ।গ বিভাগের প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত।
ওই গ্রন্থাগারিক আরো বলেন, রোববার বেলা ১১ টা ২০ মিনিট থেকে দুপুর ১২ টা ২০ মিনিট পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বিশেষ গণ গ্রন্থাগারে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে ৫০ জন প্রতিযোগি অংশ নেন।