শিরোনাম
নড়াইল, ১১ অক্টোবর ২০২৩ (বাসস): জেলায় আজ এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে চারদিনব্যাপি ‘সুলতান উৎসব’ শুরু হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রধান অতিথি হিসাবে এ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ।
চারদিনব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের চিত্রশিল্পীদের নিয়ে আর্টক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসব উপলক্ষে সুলতান মঞ্চ চত্বরে শতাধিক স্টলে বিক্রেতারা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে খেলনা ট্রেন ও নাগোরদোলা।