বাসস
  ২৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৩

কথা সাহিত্যিক ইউসুফ শরীফের ‘প্রান্তিকজনের গল্প’ গ্রন্থের ওপর ‘সাহিত্য সংলাপ’ অনুষ্ঠিত

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৪ (বাসস): বিশিষ্ট কথা সাহিত্যিক ইউসুফ শরীফের ‘প্রান্তিকজনের গল্প’ গ্রন্থের ওপর আজ রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশে এক ‘সাহিত্য সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ বুক ক্লাবের উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সাহিত্য সংলাপে’ বিশিষ্ট কথা সাহিত্যিক রুহুল আমিন বাচ্চু, অধ্যাপক ড. মোহাম্মদ জমির হোসেন, মোহাম্মাদ আবদুল বাতেন, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল মাজেদ, সৈয়দা শর্মিলী জাহান, ড. ফারজানা হাসান প্রমুখ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে লেখক নিজে তার এই গল্পগ্রন্থের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন।
আলোচকবৃন্দ কথা সাহিত্যিক ইউসুফ শরীফের গল্পগ্রন্থসহ তার রচনার বিভিন্ন দিক তুলে বলেন, অতীত থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা সাহিত্যের পরস্পরা বুঝতে হলে তার রচনা অবশ্যই পাঠ করতে হবে।