বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫২

টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৫ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুদের  চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের এম্পিথিয়াটারে এই প্রতিযোগিতার আয়োজন করে আর্ট স্কুল।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে প্রায় ২ শতাধিক শিশু অংশগ্রহণ করে। এতে শিশুরা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে মনের গভীর আবেগ ফুটিয়ে তুলে। তারা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী  অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, আর্ট স্কুলের প্রধান প্রশিক্ষক কামরুজ্জামান সাগর ও স্কুলের সাধারণ সম্পাদক শেখ রাজিকুর রহমান পলেন।