বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫

দিনাজপুরের হিলি সীমান্তের ডাঙ্গাপাড়ায় পিঠা উৎসবের উদ্বোধন

দিনাজপুর, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলার হাকিমপুর উপজেলায়  হিলি সীমান্তের ডাঙ্গাপাড়ায় গত রাতে  দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।  পিঠা উৎসবে  স্থান পেয়েছে নানা ধরনের বিলপ্ত  হয়ে যাওয়া মুখো রোচক  পিঠা।
পিঠা উৎসব ও মেলার আয়োজকেরা বলছে, গ্রামীণ পরিবেশে নানা ধরনের বাহারি রকমের পিঠার স্বাদ নিতে   দুই দিনের এ পিঠা উৎসবে মেলায়  সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে ও ক্ষুদে শিক্ষার্থীদের পিঠার সাথে পরিচয় করাতেই এ আয়োজন করেছেন স্থানীয়  আয়োজকেরা।
শনিবার রাত ৯ টায় দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া স্কুল মাঠে   এ পিঠা উৎসব ও  মেলার উদ্বোধন করেন  প্রধান অতিথি জেলার হাকিমপুর উপজেলার খট্রামাধবপারা  ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাউসার রহমান।
মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলার হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাকিম উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্, হাকিমপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীসহ ও  হাকিমপুর ডঙ্গাপাড়া মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক আনোয়ারূর ইসলামসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ  ও সুধীজন।
উদ্বোধনের পর থেকেই পিঠা উৎসবে ছিল নানান বয়সী মানুষের উপচে পড়া ভিড়, স্টলগুলোতে তারা নিচ্ছেন পিঠাপুলির স্বাদ। বিদ্যালয়ে মাঠে প্রতিটি স্টলে ধান সেমাই, ভাপা, পুলি দুধ, পুলি,পাটিসাপটা, ঝিনুক পুলি, জামাই সোহাগী, গোলাপ, কানমুচুরি, পুডিং, পায়রা, তেল পিঠা, দুধ চিতাই, মুঠা পিঠা, ক্ষীর, রসগোল্লা, কেক, গোলাপ ফুল, তেলেভাজা রসপিঠা, রোল পিঠা, লাভ পিঠা, শিম ফুল পিঠা, ডালবড়া, নারিকেল পিঠা, নকশি পিঠা, নয়নতারা পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক পিঠার পসরা। ডাঙ্গাপাড়া মডেল স্কুল মাঠে ৯ টি স্টলে অর্ধ শতাধিক প্রকারের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষরা। এমন আয়োজনে খুশি প্রত্যন্ত অঞ্চলের মানুষ।
আজ ১১ ফেব্রুয়ারি রাত পর্যন্ত এ মেলা চলবে।