বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৬

গোপালগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে বসন্ত বরণ, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে বাংলা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার।
এসময় কলেজ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহ আলম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ, রুমানা আক্তার, প্রভাষক প্রদীপ ভক্তসহ দুই শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।


পরে কলেজের শহীদ মিনার চত্বরে শুরু হয় পিঠা উৎসব। ৪টি স্টলে ভাপা পুলি, পাটি সাপটা, বাহারি নামের নকশি পিঠা প্রদর্শিত হয়।এতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে । দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন বয়সের মানুষ বাংলার ঐতিহ্যে লালিত পিঠার স্বাদ গ্রহন করেন। সেখানে বিকেল পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।