শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৮ মার্চ ২০২৪ (বাসস): জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করেছে ।
বাংলাদেশ শিশু একাডেমির গোপালগঞ্জ জেলা কার্যালয়ে ক, খ ,গ ও ঘ- এই চারটি বিভাগে চিত্রাংকন, আবৃত্তি, ভাষণ এই ৩টি বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তবে, ওই চারটি বিভাগের কুইজ প্রতিযোগিতা গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছাম্মৎ নাজমুন্নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, আজকের এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে ।
এছাড়া আগামী ১০ মার্চ সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমির গোপালগঞ্জ জেলা কার্যালয়ের ক ও খ বিভাগের নৃত্য ও সংগীত প্রতিয়োগিতা অনুষ্ঠিত হবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।