বাসস
  ২৫ মার্চ ২০২৪, ১১:৪৪

পিরোজপুরে ৩ দিনব্যাপী দোল পূর্ণিমার কর্মসূচি শুরু

পিরোজপুর, ২৫ মার্চ ,২০২৪ (বাসস): শ্রীশ্রী রাধাগোবিন্দের দোল পুর্ণিমা মহোৎসব ও শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে আজ থেকে পিরোজপুরে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন এর আয়োজনে শহরের পালপাড়া মন্দিরে আজ সকাল সাড়ে ৬টায় তুলসী আরতি এর মাধ্যমে এসকল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
আজকের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শ্রী গৌর সুন্দরের আরতি, শ্রীশ্রী নৃরসিংহ আরতি, শুভ মহা অধিবাস ও শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ। ২৫ মার্চ মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরু পূজা, শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, লক্ষনাম জপ যজ্ঞ, মহা অভিষেক, তুলসি আরতি, শ্রী গৌর সুন্দরের আরতি এবং অনুকল্প প্রসাদ বিতরণ। ২৬ মার্চ মঙ্গল আরতি, দর্শন আরতি, শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্ত্তন, শ্রী গৌর সুন্দরের আরতি এবং শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ এর কর্মসূচিও রয়েছে। ইস্কন পিরোজপুরের সভাপতি শ্রী ধর্মসেতু দাস জানিয়েছেন ,পালপাড়া ইসকন মন্দিরের এসকল ধর্মীয় কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের বিপুল সংখ্যক নারী-পুরুষ-শিশু ভক্তের আগমন ঘটে।