শিরোনাম
নওগাঁ, ২২ মার্চ, ২০২৩ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
"জাতির পাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব, বাংলাদেশের উন্নয়ন" বিষয়ে জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন-পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, কৃষি সম্প্রসারণ অধদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একাডেমির প্রশিক্ষণার্থীরা ছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের একটি দল নৃত্য পরিবেশন করেন।