বাসস
  ২৬ মার্চ ২০২৩, ২১:২৯

মাদারীপুরে স্বাধীনতা দিবসে শিশুদের চিত্রাংকন প্রশিক্ষণের উদ্বোধন

মাদারীপুর, ২৬ মার্চ, ২০২৩ (বাসস): মাদারীপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের নিয়ে তিনমাসব্যাপী চিত্রাংকন প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। 
পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির আয়োজনে বোরবার দুপুরে পুলিশ লাইনস্-এর পুনাক ভবনের হলরুমে প্রধান অতিথি হিসেবে এই চিত্রাংকন প্রশিক্ষনের উদ্বোধন করেন পুলিশ সুপার মাসুদ আলম। এতে ৫০ জন কোমলমতি শিশু অংশ নেয়। 
এরআগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শিশুদের মাঝে মুক্তিযুদ্ধোর ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ জীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পুলিশ নারী কল্যাণ সমিতির মাদারীপুরের সভানেত্রী শিউলী আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস্) মো. মনিরউজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ভাস্কর সাহা, সহকারী পুলিশ সুপার (অপস্) মনিরুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, পুনাক-এর সহ-সভাপতি রাহিন বিনতে লাবান, প্রচার সম্পাদক আলেয়া বেগম প্রমুখ।