বাসস
  ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৯

দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করবে গুয়াতেমালা সরকার

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৪ (বাসস) : গুয়াতেমালার সরকার সোমবার বলেছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একজন বেসামরিক কর্মচারীকে নিয়োগের অভিযোগে মামলা দায়ের করবে।

গুয়াতেমালা সিটি থেকে এএফপি জানায়, জানুয়ারিতে প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো তার ডানপন্থী পূর্বসূরির স্থলাভিষিক্ত হওয়ার পর মামলাটি হবে তার  সরকারের দায়ের করা প্রথম অপরাধমূলক মামলা।

রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্থা সেগেপ্ল্যানের প্রধান কার্লোস মেন্ডোজা জানান, গিয়ামাত্তেই-এর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, প্রভাব বিস্তার এবং ‘দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সোমবার মামলাটি দায়ের করার কথা ছিল।

মেন্ডোজা বলেন, ২০২১ সালের জানুয়ারিতে,মেলভিন কুইজিভিক্সকে সেগেপ্ল্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছিলেন গিয়াম্মাত্তেই। সরকারের মতে, তবে তিনি কখনও দায়িত্ব পালন করেননি।

ওয়াশিংটন গিয়ামাত্তেইকে ‘ব্যাপক দুর্নীতিতে জড়িত’ বলে ক্ষমতা ছাড়ার পরে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে।