বাসস
  ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৫৩

ইমরানের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে শাটডাউন : পিটিআই

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৪ (বাসস) : ইমরান খানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার করলে থাকলে দেশজুড়ে শাটডাউন দেয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

২০২৩ সালের  আগস্ট থেকেই কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এক এক্স পোস্টের উদ্ধৃতি দিয়ে ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানিয়েছে।

গত ২৮ অক্টোবর সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সিনিয়র নেতা আলী আমিন গান্দাপুর ফেডারেল সরকার এবং পাঞ্জাব প্রদেশের সরকারকে এই হুমকি দিয়েছেন এক্স পোস্টে গান্দাপুর জানিয়েছেন, ‘ইমরানকে খাবার দেয়া হয় না। তার কনডেম সেলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছে’।
মানুষের সঙ্গে তাকে দেখা করতেও দেয়া হচ্ছে না।

‘আমি আপনাকে হুমকি দিচ্ছি;যদি এই রকম চলতে থাকে, তাহলে পাকিস্তানকে বন্ধ করে দেব এবং সরকারকে পদত্যাগে বাধ্য করবো।’

সোম ও মঙ্গলবার পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি ইমরানর সঙ্গে বোন আলেমা ও উজমা খান দেখা করার পর গান্দাপুর এই তথ্য প্রকাশ করেন। ইমরান খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের আলেমা ও উজমা বলেছেন, ‘আমরা উদ্বিগ্ন কারণ, ভাইয়ের সঙ্গে কর্তৃপক্ষ ভালো ব্যবহার করছে না।’

গত ৩০ অক্টোবর বুধবার ইমরান খানের পক্ষ থেকে তার এক্স অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করা হয়েছিল। বার্তায় গান্দার বলেছেন, ‘ইমরানের ওপর কারা কর্তৃপক্ষ ‘মানসিক নির্যাতন’ চালাচ্ছে।

ওই পোস্টে খান বলেছেন, ‘আমাকে বাইরে যেতে দিচ্ছে না। আমার ডাক্তার, পরিবার এবং আইনজীবীদের সঙ্গে সঙ্গে দেখা করতে নিষেধ করেছে।’

এদিকে পিটিআই নেতা সাঈদ জুলফি বুখারি জানিয়েছেন, খাইবার পাখতুন খোয়ার রাজধানী পেশোয়ারে বড় বিক্ষোভের মধ্য দিয়ে দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালনের পরিকল্পনা শুরু করছে।