চাঁদাবাজি-লুটপাটকারীদের জায়গা বিএনপিতে হবে না : শাহজাহান

০৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৪ | বাসস

নোয়াখালী, ৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : চাঁদাবাজি-লুটপাটকারীদের জায়গা বিএনপিতে হবে না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, যতবড় নেতাই হোন অন্যায় করলে দল কাউকে এতোটুকুও ছাড় দেবে না।

আজ শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার কালাদরপ ইউনিয়নে একটি সামাজিক সংগঠনের ব্যানারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মো. শাহজাহান বলেন, তারেক রহমান বলেছেন- ‘সামনের নির্বাচন অত্যন্ত কঠিন হবে’। তাই জনগণের মন যুগিয়ে আপনাকে চলতে হবে। যে কাজে জনগণ নাখোশ হয় তা করা যাবে না। এছাড়া অন্যায় কোনো কাজ করে এ মুহূর্তে কেউ দলের বিরাগভাজন হবেন না।

সামাজিক সংগঠন ‘বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, ছাত্রদল নেতা আজগর উদ্দিন দুখু ও চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ মিয়া।
এসময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ইশরাক, যুব ঐক্য ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আটশ’ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটি বন্যায় ত্রাণ সামগ্রী, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণসহ বৃক্ষ রোপণ, অসহায় রোগীদের চিকিৎসা প্রদান এবং মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং বন্ধে সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।