আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান এনসিপির

০২ এপ্রিল ২০২৫, ২২:৪৩ | বাসস

জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন - ছবি : বাসস

নওগাঁ, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, একটি স্বাধীন, বৈষম্যহীন দেশ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ২০২৪ সালের গণআন্দোলনের মূল উদ্দেশ্য। সেই চেতনায় আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। নওগাঁর পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজ বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদেরকে গভীরভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানে স্বৈরাচার ও তাদের দোসরদের বিচার নিশ্চিতকরণ, সংস্কার, নির্বাচন ও নতুন বাংলাদেশ গঠনের উপর গুরুত্বারোপ করা হয়।