আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিন পরিত্যক্ত

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৪ | বাসস

নয়দা (ভারত), ৯ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : আগের রাতে ভারী বৃষ্টিপাতের কারনে মাঠ খেলার অনুপযোগী থাকায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিন টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। 
আজ থেকে ভারতের নয়দায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবার কথা ছিলো টেস্টটি। 
নয়দায় নিজেদের হোম ভেন্যু বানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ফরম্যাটের ম্যাচ আয়োজন করে আফগানিস্তান। গত কয়েকদিন ধরেই এখানে বৃষ্টির কারনে প্রথম দিন থেকে ম্যাচ শুরু করা চ্যালেঞ্জিং ছিলো। অবশেষে সেটি সত্যি হলো। 
আজ অবশ্য সকাল থেকে রৌদ্রোজ্জল আবহাওয়া ছিলো। কিন্তু আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারনে মাঠে নামতে পারেনি দু’দল। স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করা হয়। 
আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় টস হবে। সকাল ১০টার পরিবর্তে টেস্টের বাকী চারদিন সাড়ে নয়টায় দিনের খেলা শুরু হবে। প্রতি দিনই ৯৮ ওভার করে খেলা হবে।