শিরোনাম
ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৪ (বাসস) : মুষলধারে বৃষ্টির কারণে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ১৩ দশমিক ২ বল। দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে মাঠেই নামতে পারেনি খেলোয়াড়রা।
ব্রিজবেনে দিনের শুরু থেকেই আকাশ মেঘলা ছিলো। তবে নির্ধারিত সময় খেলা শুরু হলে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় ভারত।
মেঘলা আকাশ থাকলেও নির্ধারিত সময় খেলা শুরুর হবার পর কোন ঝামেলা ছাড়াই প্রথম ৫ ওভার ব্যাট-বলের লড়াই চলে। কিন্তু ষষ্ঠ ওভারের তৃতীয় বলের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এসময় বিনা উইকেটে ১৯ রান করেছিলো অসিরা।
আধা ঘন্টা পর আবার শুরু হয় খেলা। আবারও স্বাচ্ছেন্দ্যে লড়াই করছিলো দু’দল। কিন্তু ১৩ দশমিক ২ ওভার শেষে আবারও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। তখন বিনা উইকেটে ২৮ রান তুলেছিলো অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দফায় খেলা বন্ধ হবার পর বৃষ্টির দাপটের কারণে আর মাঠেই নামতে পারেনি কেউ। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় দিনের খেলার ইতি টানেন ম্যাচ পরিচালনাকারীরা।
৩টি চারে ৪৭ বলে খাজা ১৯ এবং ৩৩ বলে ৪ রানে অপরাজিত থাকেন নাথান ম্যাকসুয়েনি।
ভারতের হয়ে তিন পেসার জসপ্রিত বুমরাহ ৬, মোহাম্মদ সিরাজ ৪ ও আকাশ দীপ ৩ দশমিক ২ ওভার বল করেন।