শিরোনাম
ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী বনাম বাংলাদেশ নৌ বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী বনাম বাংলাদেশ পুলিশ।
'ক' গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে শেষ চারের টিকেট পেয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অন্যদিকে 'খ' গ্রুপে শীর্ষ দুই দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বিমান বাহিনী ও নৌ বাহিনী।
আগামীকাল পরুষ বিভাগের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী ও নৌ বাহিনীর মধ্যকার প্রথম সেমিফাইনাল শুরু হবে বিকাল পাঁচটায়। সন্ধা ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে বিমান বাহিনী লড়বে পুলিশের বিপক্ষে।
শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের প্রথম ম্যাচে সেনাবাহিনী ৪৪-৩৪ পয়েন্টে পুলিশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।
'ক' গ্রুপ থেকে দুই দলই সেমি ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছিল। যে কারনে আজকের লড়াই ছিল গ্রুপ সেরা হবার। উভয় দলই আগের ম্যাচে ফায়ার সার্ভিসকে হারিয়েছে। সেনাবাহিনী জিতেছিল বড় ব্যবধানে। সেনাবাহিনী ৭৬-১২ পয়েন্টে আর পুলিশ জয় পেয়েছিল ৫৬-২৮ পয়েন্টে।
আজকের ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথমার্ধে সেনাবাহিনী ২১-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পরও জমজমাট লড়াই হয়েছে। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় সেনাবাহিনী।
ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন সেনাবাহিনীর আনোয়ার হোসেন। তাকে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়াা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
'খ' গ্রুপেও বিমান বাহিনী ও নৌ বাহিনীর মাঝে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াই। নৌ বাহিনী ৫৪-২১ পয়েন্টে এবং বিমান বাহিনী ৫৭-২২ পয়েন্টে বাংলাদেশ জেলকে পরাজিত কওে সেমির টিকেট নিশ্চিত করে। বিমান ও নৌ বাহিনীর ম্যাচেও লড়াই ছিল দারুন উপভোগ্য। প্রথমার্ধে বিমান বাহিনী ২০-১৬ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর দারুন লড়াই হয়েছে দুই দলের মাঝে। শেষ পর্যন্ত ৩৭-৩৪ পয়েন্টে ম্যাচ জিতে বিমান বাহিনী। ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেছেন বিমান বাহিনীর দীপায়ন।