শিরোনাম
কোলকাতা, ৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে ইংল্যান্ডের জেসন রয়কে দলে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। পিঠের ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত সূচি ও ব্যক্তিগত কারনে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব । আইয়ার-সাকিবকে হারানোর ধাক্কায় ইংল্যান্ডের জেসন রয়কে দলে নিলো কোলকাতা।
ষোড়শ আইপিএলের নিলামে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে অবিক্রিত ছিলেন রয়। নতুনভাবে রয়কে দলে নিতে ২ দশমিক ৮ কোটি রুপি খরচ করতে হলো কোলকাতাকে।
এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটলাস, কোলকাতা, গুজরাট লায়ন্স ও সানরাইজার্স হায়দারাবদের হয়ে খেলেছেন রয়। ২০২১ সালে সর্বশেষ মৌসুমে হায়দাবাদের হয়ে খেলেন তিনি। ঐ আসরে ১টি হাফ-সেঞ্চুরিতে ৫ ম্যাচে ১৫০ রান করেন রয়।
দেশের হয়ে ৬৪টি টি-টোয়েন্টিতে আটটি অর্ধশতকে ১৫২২ রান করেছেন ইংলিশ ওপেনার রয়।