বাসস
  ০৬ এপ্রিল ২০২৩, ১২:৪০

লড়ছে আয়ারল্যান্ড

ঢাকা, ৬ এপ্রিল ২০২৩ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে লড়ছে সফরকারী আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ১৫৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ৯৩ রান করেছে আইরিশরা। ৫ উইকেট হাতে নিয়ে এখনও ৬২ রানে পিছিয়ে আয়ারল্যান্ড। 
প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিন ৩৬৯ রানে শেষ করে বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৭ রান করেছিলো আয়ারল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে পিছিয়ে ছিলো আইরিশরা। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ১০ রান নিয়ে শুরু করা পিটার মুরকে ১৬’তে থামিয়ে দেন শরিফুল। 
এরপর ষষ্ঠ উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের প্রথম সেশন শেষ করেন হ্যারি টেক্টর ও লরকান টাকার। টেক্টর ৪৩ ও টাকার ২৪ রানে অপরাজিত আছেন। 
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান-তাইজুল ইসলাম ২টি করে ও শরিফুল ১টি উইকেট নেন।