বাসস
  ০৬ এপ্রিল ২০২৩, ২০:৪৪

বিওএ’র উদ্যোগে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস

ঢাকা, ৬ এপ্রিল ২০২৩ (বাসস): রাজধানীতে আজ উৎসবমুখর পরিবেশে জাতীয় ক্রীড়া দিবস ও আন্তর্জাতিক স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এন্ড পিস উদযাপন করল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ বিওএ ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিওএ ভবনে এসে শেষ হয়। র‌্যালীতে যোগ দেন বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, মহাপরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সামছ এ খান, বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড় ও কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠকরা। 
র‌্যালী শেষে বিওএ ভবনে অলিম্পিক ভবনে উত্তোলন করা হয় বাংলাদেশ, জাতিসংঘ, আইওসি, ওসিএ এবং বিওএ’র পতাকা। জাতীয় পতাকা উত্তোলন করেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পতাকা, সদস্য আসাদুজ্জামান কোহিনুর অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পতাকা, সদস্য এম বি সাইফ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পতাকা এবং বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সামছ এ খান জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।