শিরোনাম
মিলান, ৭ এপ্রিল ২০২৩ (বাসস/এএফপি) : সমর্থকদের বর্ণবাদী আচরণের শাস্তি ভোগ করতে হচ্ছে জুভেন্টাসকে। ইতালীয় কাপের সেমিফাইনালের প্রথম লেগে সফরকারী ইন্টার মিলানের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের শাস্তি হিসেবে এক ম্যাচে বন্ধ রাখতে হবে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের ভাগের স্ট্যান্ডের দক্ষিনের অংশ।
গত মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে প্রথম লেগের সেমিফাইনালের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সময় বর্ণবাদী আচরণের শিকার হন লুকাকু। কাপের আয়োজক সংস্থা সিরি এ’ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ম্যাচ চলাকালে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের অংশের দক্ষিন ভাগের দর্শকদের বড় একটি অংশ ওই বর্ণবাদী আচরণ করেছে। যে কারণে এক ম্যাচের জন্য স্টেডিয়ামের ওই অংশ বন্ধ রাখতে হবে। ’
বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে গোল করার পর ভক্তদের চুপ থাকতে বলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় বেলজিয়ান তারকাকে। লাল কার্ড দেখার শাস্তি হিসেবে লুকাকু পরের এক ম্যাচে খেলতে পারবনেনা বলেও নিশ্চিত করেছে সিরি এ’।
এদিকে খেলা শেষে মাঠ ছাড়ার সময় টানেলে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড পাওয়া ইন্টার মিলানের গোল রক্ষক সামির হান্দানোভিচ ও হুয়ান কুয়াদ্রাদোকেও শাস্তি ভোগ করতে হচ্ছে। জুভ তারকা কুয়াদ্রাদোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইন্টার গোল রক্ষককে হান্দানোভিচকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচের জন্য।