শিরোনাম
ঢাকা, ৭ এপ্রিল ২০২৩ (বাসস) : ব্যাটার আফিফ হোসেনের ব্যাটে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা অষ্টম জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেডের।
আজ নিজেদের অষ্টম ম্যাচে আবাহনী ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। ৬২ বলে ৮০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন আফিফ। ৮ খেলায় ৮ জয়ে পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো আবাহনী। ৮ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। ভারতীয় চিরাগ জানির ৫৪, সাব্বির রহমানের ৪৮, শেষদিকে সোহাগ গাজীর ২০ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৪৮ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ৩টি ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আবাহনীর পাকিস্তানী স্পিনার দানিশ আজিজ ৪ উইকেট নেন।
জবাবে ইনফর্ম ওপেনার এনামুল হক বিজয় ২৮ রানে ফিরলেও ৭৬ রানের নান্দনিক ইনিংস খেলেন মোহাম্মদ নাইম। এরপর মিডল অর্ডারে ব্যাটাররা ব্যর্থ হলেও, পঞ্চম উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে নিয়ে ৭৬ ও ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৫ রান যোগ করে আবাহনীর জয় নিশ্চিত করেন আফিফ।
মোসাদ্দেক ২৮ রানে থামলেও অপরাজিত থাকেন আফিফ ও সাইফুদ্দিন। ৬টি চার ও ৪টি ছক্কায় ৬২ বলে অনবদ্য ৮০ রান করেন আফিফ। ২৩ বলে ২৬ রান করেন সাইফুদ্দিন।
দিনের অন্য ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৮ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট আছে শেখ জামালের।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামালের বোলারদের তোপের মুখে পড়ে ১৯৯ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। শেখ জামালের ভারতীয় বোলার পারভেজ রসুল ৪টি ও মৃত্যুঞ্জয় চৌধুরি ৩টি উইকেট নেন।
জবাবে ২০০ রানের টার্গেট স্পর্শ করতে ঘাম ঝড়াতে হয় শেখ জামালকে। ওপেনার সাইফ হাসানের ৩৯, তৌহিদ হৃদয়ের ৪৩ ও অধিনায়ক নুরুল হাসানের ৪৯ রানে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে শেখ জামাল।
দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ উইকেটে হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে। এই জয়ে ৮ ম্যাচে ৬ জয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের সমান ১২ পয়েন্ট আছে প্রাইম ব্যাংকের। রান রেটে পিছিয়ে চতুর্থস্থানে থাকলো প্রাইম ব্যাংক।
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে বোলিংয়ে নেমে ঢাকা লিওপার্ডসকে ১৪৮ রানে গুটিয়ে দেয় প্রাইম ব্যাংক। অধিনায়ক সোহরাওয়ার্দি শুভ সর্বোচ্চ ৫৩ রান করেন। প্রাইম ব্যাংকের আল ইসলাম ৩টি উইকেট নেন। জবাবে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ১০৯ বল বাকী থাকতে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। শাহাদাত হোসেন ৪৩ ও অধিনায়ক মোহাম্মদ মিথুন অপরাজিত ৩৮ রান করেন।