বাসস
  ০৮ এপ্রিল ২০২৩, ১৪:৩৯

স্ট্রসবার্গকে হারিয়ে পিএসজির উপর চাপ ধরে রাখলো লেন্স

প্যারিস, ৮ এপ্রিল ২০২৩ (বাসস/এএফপি) : স্ট্রসবার্গকে শুক্রবার ২-১ গোলে হারিয়ে লিগ ওয়ানে টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে লেন্স। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা পিএসজির তুলনায় মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা লেন্স। 
তৃতীয় স্থানে থাকা মার্সেই লেন্সের তুলনায় তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। আরো তিন পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে মোনাকো। এই দুই দল রোববার যথাক্রমে লোরিয়েন্ট ও নঁতের মোকাবেলা করবে। 
রেলিগেশন খড়ায় থাকা প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লেন্স শুরু থেকেই বেশ আক্রমনাত্মক ছিল। তারই ধারাবাহিকতায় ১১ মিনিটেই সাফল্য আসে। পোলিশ উইঙ্গার প্রিজিমিসল ফ্রাংকোভস্কির গোলে এগিয়ে যায় লেন্স। স্ট্রসবার্গের সাবেক মিডফিল্ডার আদ্রিয়েন থমাসনের পাসে ফ্রাকোভস্কি গোল করেন। যদিও প্রাথমিক ভাবে অফসাইডের কারনে গোলটি বাতিল করা হয়েছিল। কিন্তু ভিএআর শেষ পর্যন্ত তা লেন্সকে উপহার দেয়। 
পুরো ম্যাচে স্ট্রসবার্গ  তেমন একটা সুযোগ তৈরী করতে পারেনি। ৬৫ মিনিটে ফাকুন্ডো মেডিনার লো ডিফ্লেকটেড শটে ব্যবধান দ্বিগুন হয়। ম্যাচ শেষের ৬ মিনিট আগে কেভিন গামেইরোর কার্লিং শটে স্ট্রসবার্গ এক গোল পরিশোধ করলে তা হার এড়াতে পারেনি। ইনজুরি টাইমে সেনেগালিজ স্ট্রাইকার হাবিব ডিয়ালো দ্বিতীয় হলুদ কার্ডের কারনে মাঠত্যাগে বাধ্য হলে ১০ জনের দলে পরিনত হয় সফরকারীরা। 
এবারের মৌসুমে ১৫ হোম ম্যাচে এনিয় ১৩টিতেই জয় ছিনিয়ে নিল লেন্স। শীর্ষ ইউরোপীয়া পাঁচ লিগে যেকোন দলের চেয়ে যা বেশী। 
অক্সেরের সাথে সমান ২৬ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে থাকা স্ট্রসবার্গের সামনে আবারো রেলিগেশন জোনে নেমে যাবার শঙ্কা দেখা দিয়েছে।