শিরোনাম
বার্লিন, ১৩ এপ্রিল ২০২৩ (বাসস/এএফপি) : চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হারের পর ড্রেসিং রুমে একে অপরের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন বায়ার্ন মিউনিখের দুই ফরোয়ার্ড সাদিও মানে ও লেরয় সানে। জার্মানীর বিভিন্ন গণমাধ্যম এই রিপোর্ট প্রকাশ করেছে।
বিল্ড, স্কাই জার্মানীসহ বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ম্যাচের পর এই দুই খেলোয়াড় প্রচন্ড বিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সতীর্থরা তাদেরকে আলাদা করার জন্য এগিয়ে আসে। এর আগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষদিকে তাদেরকে মাঠের ভিতরেই তর্ক করতে দেখা গেছে। বিল্ড জানিয়েছে সাবেক সিটি উইঙ্গার সানের মুখে ঘুষি মেরে বসেন সেনেগালিজ তারকা মানে। এতে সানের ঠোঁট কেটে রক্ত বের হতে দেখা গেছে।
এ ব্যপারে বায়ার্ন কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে রাজি হয়নি।
২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে এত বড় ব্যবধানে হারেনি বায়ার্ন। এই পরাজয়ে ছয়বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের সেমিফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।