বাসস
  ১৫ এপ্রিল ২০২৩, ১৫:৩৬

মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেলেন ইউনাইটেড ডিফেন্ডার মার্টিনেজ

লন্ডন, ১৫ এপ্রিল, ২০২৩ (বাসস/এএফপি) : রক্ষনভাগের দুই খেলোয়াড়ের ইনজুরির খবরে ম্যানচেস্টার ইউনাইটেড দুঃশ্চিন্তায় পড়েছে। এর মধ্যে মৌসুমে বাকি সময় আর মাঠে নামতে পারছেন না লিসান্দ্রো মার্টিনেজ। আগামী কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন রাফায়েল ভারানে। 
উভয় খেলোয়াড়ই বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন।   এগিয়ে থেকেও দুই আত্মঘাতি গোলে শেষ পর্যন্ত   ইউনাইটেড ড্র করতে বাধ্য হয়
ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করা মার্টিনেজ ডান গোঁড়ালিতে ব্যাথা অনুভব করলে ম্যাচ শেষে তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। এর আগে ইনজুরির কারনে আরেক সেন্টার-ব্যাক ভারানে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি। তার স্থানে মাঠে নামা হ্যারি ম্যাগুয়েরের স্টপেজ টাইমের আত্মঘাতি গোলে সেভিয়ার এক পয়েন্ট নিশ্চিত হয়।
গতকাল ইউনাইটেড বস এরিক টেন হাগ ইনজুরির ঘটনার আপডেট দিতে না পারলেও পরবর্তীতে ক্লাবের পক্ষ থেকে ইনজুরির মাত্রা নিশ্চিত করা হয়। ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘লিসান্দ্রো মার্টিনেজের পায়ের মেটাটারসেল হাড়ে চিড় ধরায় চলতি মৌসুমে আর মাঠে নামতে পারছে না। তবে আগামী মৌসুমের আগে নিজেকে পুরোপুরি ফিট করে এই আর্জেন্টাইনের মাঠে ফেরার আশা করা হচ্ছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘লিসান্দ্রোর রক্ষনভাগের পার্টনার রাফায়েল ভারানেও ইনজুরির কারনে কালকের ম্যাচে বিরতির পর আর মাঠে নামতে পারেননি। ধারনা করা হচ্ছে আগামী কয়েক দিনের জন্য তিনি  ছিটকে গেছেন।’
ওল্ড ট্রাফোর্ডে এটাই মার্টিনেজের প্রথম মৌসুম। এরিক টেন হাগের পছন্দে সেন্টার-ব্যাক হিসেবে ভারানে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই দুই নির্ভরযোগ্য ডিফেন্ডারের অনুপস্থিতিতে ইউনাইটেডের মৌসুম ভালভাবে শেষ করাই এখন বড় দু:শ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 
ফেব্রুয়ারিতে লিগ কাপ জয়ী টেন হাগের দল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থান নিশ্চিত করেছে রেড ডেভিলসরা। 
রোববার রেলিগেশন খরায় থাকা নটিংহ্যাম ফরেস্ট সফরে যাবে। এরপরপরই সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি রয়েছে। নিষেধাজ্ঞার কারনে ব্রুনো ফার্নান্দেস আগামী ম্যাচ খেলতে পারবেন না। অন্যদিকে ক্লাব অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরে আগামী সপ্তাহে ব্রাইটনের বিপক্ষে ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে নিষিদ্ধ থাকছেন। এই মুহূর্তে ম্যাগুয়েরে ও ভিক্টর লিন্ডেলফ ছাড়া দলে আর কোন স্বীকৃত সেন্টার-ব্যাক নেই। যে কারনে ম্যাগুয়েরের অনুপস্থিতি সত্যিকার অর্থেই ইউনাইটেডকে বিপদে ফেলবে। এই দুই ডিফেন্ডারের ওপর আস্থা প্রসঙ্গে টেন হাগ বলেছেন, ‘অবশ্যই তাদের উপর পূর্ণ আস্থা আছে। আমি মনে করি সেন্টার-হাফ পজিশনে তারা নিজেদের প্রমান করেছে। এবারের মৌসুমে তারা দুজনই ভাল খেলেছে। আমাদের দলে চার থেকে পাঁচজন সেন্টার-হাফ আছে যারা নিজেদের দায়িত্ব ভালভাবেই পালন করেছে।’
লেফট-ব্যাক পজিশনে ইউনাইটেডের কাছে লুক শ আছেন। এবারের মৌসুমে প্রয়োজনে তিনি সেন্টার-ব্যাক হিসেবেও বেশ কয়েকটি ম্যাচে খেলেছেন। ইংলিশ এই ডিফেন্ডার সম্প্রতি ইনজুরির কারনে কিছু ম্যাচে খেলতে পারেননি। কিন্তু ফরেস্টর বিরুদ্ধে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের সাথে তিনি ফিরতে পারেন বলে ধারনা করা হচ্ছে। উরুর ইনজুরির কারনে শীর্ষ গোলদাতা মার্কোস রাশফোর্ড মাঠের বাইরে রয়েছেন। তার সাথে আরো সাইডলাইনে আছেন আলেহান্দ্রো গারাঞ্চো ও ডনি ফন ডি বিক। 
টেন হাগ বলেছেন, ‘প্রতিটি ম্যাচই লড়াই, প্রতিটি ম্যাচই যুদ্ধ, আর এই যুদ্ধের জন্য প্রত্যেককে সবসময় প্রস্তুত থাকতে হবে।’