শিরোনাম
মিউনিখ, ২০ এপ্রিল ২০২৩ (বাসস) : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি।
গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাব ম্যান সিটি ১-১ গোলে ড্র করেছে জার্মান ক্লাব বার্য়ান মিউনিখের সাথে। প্রথম লেগ ৩-০ গোলে জিতেছিলো ম্যান সিটি। এতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে সেমিতে পা রাখে পেপ গার্দিওয়ালার ম্যান সিটি।
বড় ব্যবধানে জয়ের সমীকরণ থাকায় নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই দাপট দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। আক্রমনে ম্যান সিটিকে কোনঠাসা করে রাখে মিউনিখ। পঞ্চম মিনিটে গোলের ভালো সুযোগ হাতছাড়া করেন লেয়র সানে। ১৭ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়ে সেটি কাজে লাগাতে পারেনি সানে। জশুয়া কিমিচের বাড়ানো বল পেয়ে ম্যান সিটির গোলবারের উপর দিয়ে মারেন সানে।
অন্য দিকে প্রথম ২০ মিনিটে বলার মত আক্রমন করতে পারেনি ম্যান সিটি। ১৮ মিনিটে লাল কার্ডের হাত থেকে বাঁচেন মিউনিখের উপামেকানো। আর্লিং হালান্ডকে ফাউল করলে লাল কার্ড পান উপামেকানো। তবে ভিআরএর সহায়তায় দেখা যায় অফসাইডে ছিলেন হালান্ড। এতে বাতিল হয় লাল কার্ড।
৩৫ মিনিটে নিশ্চিত এগিয়ে যেতে পারতো ম্যান সিটি। বক্সের ভেতর হ্যান্ডবল হয় মিউনিখের উপামেকানো। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি শট মিউনিখের গোলবারের উপর দিয়ে মারেন সর্বশেষ ১৮টি পেনাল্টিতে সফল হওয়া হালান্ড। দু’দলের গোল মিসের মহড়ায় গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মিউনিখের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি পেনাল্টি মিস করা হালান্ড। অবশ্য ২ মিনিট পরই গোলের দেখা পান তিনি। ম্যাচে ৫৭ মিনিটে মধ্যমাঠ থেকে বল ডি ব্রুইনা পাস থেকে বল পেয়ে জালে জড়ান দেন হালান্ড(১-০)। চলমান চ্যাম্পিয়ন্স লিগে ১২তম গোল করেন হালান্ড।
১-০ গোলে পিছিয়ে পড়ায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের সুর বাজে মিউনিখের। কারন গোল হজমের পর সেমিতে যেতে হলে ঐ অবস্থায় পাঁচ গোলের দরকার পড়ে তাদের। এতে আক্রমনের ধারও কমে যায় মিউনিখের। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিউনিখকে ম্যাচে ফেরান কিমিচ। ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে সেমির টিকিট নিশ্চিত করে ম্যান সিটি।
সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যান সিটি। গত আসরের সেমি-ফাইনালে ১৪বারের চ্যাম্পিয়ন এই রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিলো ম্যান সিটি।