বাসস
  ২০ এপ্রিল ২০২৩, ১৯:১৭

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় বিচারের মুখোমুখি হবে অভিযুক্ত আট স্বাস্থ্যকর্মী

বুয়েন্স আয়ার্স, ২০ এপ্রিল, ২০২৩ (বাসস) : বিশ্বকাপ জয়ী  আর্জেন্টিনা অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার  আকস্মিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছিল। এবার তাতে  যেন নতুন উপকরণ পাওয়া যাচ্ছে।  ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যু হয় আর্জেন্টিনরা ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার। 
ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে অবহেলার জন্য আট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে  অভিযোগ উঠেছিল। । এরপর তদন্ত শুরু করে আর্জেন্টিনা প্রশাসন। দেশের আপিল কোর্টের তরফে জানানো হয়, ট্রায়াল শুরু হবে অভিযুক্ত আট জনের।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ম্যারাডোনার। চিকিৎসকদের একাংশের অভিমত, ম্যারাডানার শারীরিক সমস্যা থাকলেও সেগুলো প্রাণঘাতী ছিল না। তাই ম্যারাডোনার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।