বাসস
  ২১ এপ্রিল ২০২৩, ১৪:৫৬

আইপিএল: লিটনের বিবর্ণ অভিষেকে কোলকাতার হারে প্রথম জয় দিল্লির

দিল্লি, ২১ এপ্রিল ২০২৩ (বাসস) : গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে  অভিষেক হয়েছে বাংলাদেশী ব্যাটারি লিটন দাসের।  আসরের ২০তম ম্যাচে অভিষেক হলো কোলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশী ব্যাটার লিটনের। তবে লিটনের অভিষেক ম্যাচে দিল্লির কাছে ৪ উইকেটে হেরেছে কোলকাতা। অন্য দিকে এবারের আসরে প্রথম জয়ের স্বাদ নিলো দিল্লি।
নিজেদের মাঠে টস জিতে প্রথমে কোলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। ইংল্যান্ডের জেসন রয়ের সাথে ইনিংস উদ্বোধন করেন লিটন। দিল্লির পেসার ইশান্ত শর্মার করা ম্যাচের প্রথম ওভারের চতুর্থ ও  নিজের মুখোমুখি হওয়া প্রথম ডেলিভারিতেই চার মারেন লিটন।
শুরুটা দারুন হলেও দ্বিতীয় ওভারের শেষ বলে দিল্লির আরেক পেসার মুকেশ কুমারের বলে বিদায় নেন লিটন। মুকেশের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে পুল করে ক্যাচ আউট হন লিটন। ১টি চারে ৪ বলে ৪ রান করে বিদায় নেন লিটন।
দলীয় ১৫ রানে প্রথম ব্যাটার হিসেবে লিটনের বিদায়ের পর কোলকাতার পরের দিকের ব্যাটাররাও সুবিধা করতে পারেনি। দিল্লির বোলারদের নৈপুন্যে ৯৬ রানে নবম উইকেট হারায় কোলকাতা। শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ৩১ বলে অপরাজিত ৩৮ রানের সুবাদে ২০ ওভারে ১২৭ রানে অলআউট হয় কোলকাতা।
জবাবে অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের হাফ-সেঞ্চুরিতে দারুন শুরু করে  দিল্লি। ১১টি চারে ৪১ বলে ৫৭ রান করেন ওয়ার্নার।
ওয়ার্নারের বিদায়ের পর লড়াইয়ে ফিরে কোলকাতা। ১১৩ রানে ষষ্ঠ উইকেট হারায় দিল্লি। ১৮তম ওভারে স্টাম্পিংয়ের সহজ সুযোগ হাতছাড়া করেন কোলকাতার উইকেটরক্ষক লিটন। ১৯তম ওভারে আবারও স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন লিটন। পরপর দুই ওভারে দিল্লি দুই ব্যাটার আউট হলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো।
শেষ পর্যন্ত শেষ ওভারের দ্বিতীয় বলে দিল্লির জয় নিশ্চিত করেন স্টাম্পিংয়ে জীবন পেয়ে অপরাজিত ১৯ রান করা  অক্ষর প্যাটেল। 
৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে দিল্লি।
দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে ২৪ রানে হারায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।