বাসস
  ২১ এপ্রিল ২০২৩, ১৫:০৫

বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি

রাওয়ালপিন্ডি, ২১ এপ্রিল ২০২৩ (বাসস) :  পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি বৃস্টির কারণে পরিত্যক্ত হয়েছে। 
গতরাতে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে নেমে দুই ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ১৮ দশমিক ৫ ওভারে ১৬৪ রান করে নিউজিল্যান্ড। ১৯তম ওভারের পঞ্চম ডেলিভারির পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। শুধু বৃষ্টি নয়, হয়েছে শিলাবৃষ্টি।  বৃষ্টি  অব্যাহত থাকায় ম্যাচটি শেষ পর্যন্ত ম্যাচটি  পরিত্যক্ত হয়ে যায়।
নিউজিল্যান্ডের পক্ষে ৭টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৫৪ রান করেন ওপেনার চাদ বোয়েস। ৪২ বলে ১০টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৭১ রান করেন মার্ক চাপম্যান। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১৯ রানে ৩ উইকেট নেন।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। আগামী ২৪ এপ্রিল রাওয়ালপিন্ডিতে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।