বাসস
  ২৩ এপ্রিল ২০২৩, ১৬:২৯

শ্রীলংকার লক্ষ্য সিরিজ জয়, চমক দেখাতে চায় আয়ারল্যান্ড

গল, ২৩ এপ্রিল ২০২৩ (বাসস) : সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী  আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলংকা। শেষ টেস্টে চমক দেখিয়ে সিরিজ হার এড়ানোর লক্ষ্য আয়ারল্যান্ডের।
গল-এ বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
গল-এ সিরিজের প্রথম টেস্টে তিনদিনেই আয়ারল্যান্ডকে ইনিংস ও ২৮০ রানে হারিয়েছিলো শ্রীলংকা। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় ছিলো লংকানদের।
ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে চার ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। অধিনায়ক দিমুথ করুনারতেœ ১৭৯, কুশল মেন্ডিস ১৪০, সাদিরা সামারাবিক্রমা অপরাজিত ১০৪ ও দিনেশ চান্ডিমাল অপরাজিত ১০২ রান করেন।
প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে আয়ারল্যান্ড। ৪৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি আইরিশরা। ১৬৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
প্রথম ইনিংসে ৫২ রানে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নেন শ্রীলংকার স্পিনার প্রবাথ জয়সুরিয়া। ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন জয়সুরিয়া।