বাসস
  ২৬ এপ্রিল ২০২৩, ১৮:৪৯

সিলেটের কিছু উইকেট ইংল্যান্ডের মতই হাথুরুসিংহে

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৩ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য সিলেটের ক্যাম্পটি জাতীয় দলের জন্য অনেক বেশি সহায়ক হবে বিশ^াস বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের মাটিতে।
সিলেটের উইকেট নিয়ে হাথুরুসিংহের জানান, সিলেটের কিছু উইকেট প্রায় ইংল্যান্ডের মতই হবে আশা করছি।
আবহাওয়ার প্রতিবেদন অনুসারে, মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৈরি আবহাওয়ার কারনে কোন ম্যাচ যেন বাতিল না হয় সেজন্য চেমসফোর্ডে সিরিজের ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা করা হয়।
এই সিরিজটি আয়ারল্যান্ডের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অর্ন্তভুক্ত এই তিন ম্যাচ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেই দক্ষিণ আফ্রিকার আশা ভঙ্গ করে এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠেয়  ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে আয়ারল্যান্ড।
ইতোমধ্যে আগামী বিশ^কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশের সামনে সিরিজ জয়ের জন্য কোন সমীকরণ নেই। তবে নিজেদের খেলার উন্নতি করতে চায় তারা। কারন বিশ্বের বিভিন্ন কন্ডিশনে ভবিষ্যতে ব্যস্ত সূচি টাইগারদের।
আজ সন্ধ্যার ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে। তিন দিনের অনুশীলন সেশন শেষে ২৯ এপ্রিল ঢাকায় ফিরবে তারা। পহেলা মে যুক্তরাজ্যের ফ্লাইটে উঠবে জাতীয় দল। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে।
হাথুরসিংহে বলেন, ‘এটি শুধুমাত্র ইংলিশ কন্ডিশনের কথা নয়। এটা আমাদের খেলার উন্নতির বিষয়। আমরা প্রতিপক্ষ বা ফলাফল নিয়ে চিন্তিত নই।’
তিনি আরও বলেন, ‘আমরা ভবিষ্যতে যেখানেই খেলি না কেন নিজেদের খেলার উন্নতি করতে চাই। আগামী বছর আমাদের অনেক টেস্ট ম্যাচ আছে। আমরা ঘরের বাইরেও খেলি। আমাদের খেলার উন্নতি করতে হবে।’