বাসস
  ০২ মে ২০২৩, ১৮:৫৭

জরিমানার কবলে কোহলি-গম্ভীর ও নাভিন

লখনৌ, ২ মে ২০২৩ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে পড়েছেন  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটার বিরাট কোহলি, লক্ষেèৗর মেন্টর গৌতম গম্ভীর ও একই দলের  আফগানিস্তানী পেসার নাভিন উল হক। কোহলি-গম্ভীরকে ম্যাচ ফির শতভাগ ও নাভিনকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
গতরাতে আইপিএলের ৪৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো ব্যাঙ্গালুরু ও লক্ষেèৗ। ম্যাচ শেষে সৌজন্য সাক্ষাতের সময় কোহলির সাথে দ্বন্দে জড়ান নাভিন। তাদের মাঝে এসে কথা বলেন গম্ভীর। তখনই গম্ভীর ও কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ অবস্থায় দু’দলের খেলোয়াড়রা গম্ভীর ও কোহলিকে সরিয়ে নিলে পরিস্থিতি শান্ত হয়।
এমন ঘটনায় কোহলি-গম্ভীর ও নাভিনকে জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের আচরণবিধির ২.২১ অনুচ্ছেদ অনুযায়ী ২ ধারার অপরাধ করেছেন কোহলি ও গম্ভীর। এজন্য ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করা হয় তাদের।
এদিকে আচরণবিধির ২.২১ অনুচ্ছেদের ১ ধারা অনুযায়ী অপরাধ করায় ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে আফগানিস্তানের পেসার নাভিনকে।