বাসস
  ০৩ মে ২০২৩, ১৮:৪৪

এপ্রিলের সেরার লড়াইয়ে ফখর-চাপম্যান-জয়সুরিয়া

দুবাই, ৩ মে ২০২৩ (বাসস) : ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ এপ্রিলে  সেরার  মনোনায়ন পেয়েছেন পাকিস্তানের ফখর জামান, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ও শ্রীলংকার প্রবাথ জয়সুরিয়া।
গেল মাসের সেরা বাছাইয়ের জন্য আজ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এপ্রিল মাসের শেষের দিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই জোড়া সেঞ্চুরি করেন ওপেনার ফখর। দুই ওয়ানডেতে যথাক্রমে- ১১৭ ও অপরাজিত ১৮০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন ফখর। ফখর জোড়া সেঞ্চুরিতে দুই ম্যাচেই সহজ জয়ের স্বাদ পায় পাকিস্তান। এতে গেল মাসের সেরার লড়াইয়ে নাম ওঠে ফখরের।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ব্যাটার চাপম্যান। ৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ২৯০ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের নয়া রেকর্ডও গড়েন চাপম্যান। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে সিরিজ হারের লজ্জা থেকে রক্ষা করেন চাপম্যান।
এ দিকে সদ্য ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন শ্রীলংকার স্পিনার জয়সুরিয়া। প্রথম টেস্টে ১০টি ও দ্বিতীয় ম্যাচে ৭টি উইকেট নেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের সপ্তম ম্যাচেই ৫০ উইকেট পূর্ণ করে রেকর্ড গড়েন জয়সুরিয়া। বিশে^র প্রথম স্পিনার হিসেবে দ্রুত ৫০ উইকেট শিকারের নজির গড়েন তিনি। এতে এপ্রিলের সেরার দৌঁড়ে আছেন জয়সুরিয়াও। গেল বছরের জুলাই মাসের সেরা খেতাব জিতেছিলেন জয়সুরিয়া।