বাসস
  ০৪ মে ২০২৩, ১৮:৫৮

মোহামেডানকে হারিয়ে জয়ের ধারায় শেখ জামাল

ঢাকা, ৪ মে ২০২৩ (বাসস) : প্রথম ম্যাচে হারের পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে প্রথম জয়ের দেখা পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আজ সুপার লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল বৃষ্টি আইনে ৮৫ রানে হারিয়েছে মোহামেডানকে। নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৭ উইকেট হেরে শিরোপা জয়ের পথে ধাক্কা খায় শেখ জামাল।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। ৪৭ ওভারে ৪ উইকেটে ২৫৯ রান করে শেষ জামাল। দলের পক্ষে ফজলে মাহমুদ ৬টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৯৩ রান করেন। এছাড়া অধিনায়ক নুরুল হাসান ৭০ ও সৈকত আলি ৫০ রান করেন। শেখ জামালের ইনিংসের মাঝে বৃষ্টি নামলে ৪৭ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। এতে ৪৭ ওভারে ম্যাচ জয়ের জন্য ২৭৭ রানের টার্গেট পায় মোহামেডান।
জবাবে শেখ জামালের বোলারদের দারুন বোলিংয়ের সামনে বড় ইনিংস খেলতে পারেনি মোহামেডানের ব্যাটাররা। ৪০ দশমিক ৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় মোহামেডান। মাহমুদুল্লাহ রিয়াদ ৪০, অধিনায়ক ইমরুল কায়েস ৩৩ ও আরিফুল হক ৩২ রান করেন। শেখ জামালের তাইবুর রহমান ৪টি ও আরিফ আহমেদ ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ফজলে।
এই জয়ে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই শেখ জামাল। সমানসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোহামেডান।