বাসস
  ০৫ মে ২০২৩, ১৭:৫৩

নাপোলির স্কুদেত্তো জয়ে ম্যারাডোনাকে দেখছেন স্পালেত্তি

উদিনে (ইতালি), ৫ মে ২০২৩ (বাসস/এএফপি) : প্রয়াত দিয়াগো ম্যারাডোনা নাপোলির উপর নজর রেখেছেন এবং শেষ পর্যন্ত সাবেক ওই ক্লাবকে সিরি এ’ লিগের শিরোপা জয়ে সহায়তা করেছেন বলে মন্তব্য করেছেন নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনা ২০২০ সালে মৃত্যুবরণ করেছেন। যিনি তার ক্যারিয়ারের সেরা সময়টি নাপোলিতে কাটিয়েছেন। ওই সময় ইতালির ওই ক্লাবকে দুটি লীগ শিরোপা পাইয়ে দেয়ার পাশাপাশি ১৯৮৯ সালে জিতিয়ে দিয়েছেন উয়েফা কাপের শিরোপা। নেপলস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ম্যারাডোনার স্মৃতিচিহ্ন, এমনকি সেখানকার ফুটবল পাগল নাগরিকরা ম্যারাডোনাকে মনে করেন নাপোলির পৃষ্ঠপোষক। ১৯৯১ সালে নাপোলি ছেড়ে আসার পর ক্লাবটি আর কখনো এমন উচ্চতায় পৌঁছাতে পারেনি।
স্পালেত্তি বলেন,‘ তারা (ভক্তরা) অসাধারণ কোচ ও খেলোয়াড়কে দেখেছেন। ম্যারাডোনার খেলা দেখেছেন এমন সমর্থকরা সম্ভবত তার কাছ থেকে এক ধরনের সুরক্ষা পেয়েছেন বলেই মনে করেন যার ফলে দল এমন ফলাফল অর্জন করেছে।’
গতকাল উদিনেসের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে ৫ ম্যাচ হাতে রেখে ২য় স্থানে থাকা ল্যাসিওর সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধানে থেকে তৃতীয় স্কুদেত্তো নিশ্চিত করেছে নাপোলি। বর্ণিল কোচিং ক্যারিয়ারের অধিকারি স্পালেত্তির এটিই প্রথম ইতালীয় লিগ শিরোপা জয়।
এই অর্জনকে তিনি তার পরিবারকে উৎসর্গ করেছেন, বিশেষ করে তার প্রয়াত ভাই মার্সেলোকে। যিনি চার বছর আগে মৃত্যুবরণ করেছেন। প্রয়াত ভাইকে স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। স্পালেত্তি বলেন,‘এই অর্জনকে আমি খেলোয়াড়দের উৎসর্গ করলাম যারা এমন সুখী মুহুর্তের দাবীদার। পাশাপাশি উৎসর্গ করলাম নাপোলি সমর্থকদের’। ডেসিয়া অ্যারেনায় উপস্থিত নাপোলি সমর্থকদের উদ্দেশ্যে স্পালেত্তি বলেন,‘এটি আপনাদের!’
তিনি বলেন,‘ সেই সঙ্গে এই শিরোপা নাপোলির সবাইকে, আমার স্টাফদের,(ক্রীড়া পরিচালক ক্রিস্টিয়ানো) গিন্টোলি মাটিল্ড, আমার কন্যা, আমার পুরো পরিবার যারা আমাকে এগিয়ে যেতে সহায়তা করেছে, আমার বন্ধুমহল এবং আমার ভাই মার্সেলোকে উৎসর্গ করলাম।’