বাসস
  ০৫ মে ২০২৩, ১৮:৫৯

ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপে পরাজয়ের প্রতিশোধ নিল ব্রাইটন

ব্রাইটন (যুক্তরাজ্য), ৫ মে ২০২৩ (বাসস/এএফপি) : ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এফএ কাপের সেমিফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল ব্রাইটন। গতকাল ইনজুরি টাইমে পেনাল্টি থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ইউনাইটেডকে পরাজিত করেছে সীগালসরা। এতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনার পথে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়েছে রেড ডেভিলসরা।
ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি ব্রাইটন। অবশেষে ম্যাচের ইনজুরি টাইমে (৯০+০ মি.) লুক শ’র হ্যান্ডবলে আশার আলো খুঁজে পায় ক্লাবটি। পেনাল্টি থেকে গোল করে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক ব্রাইটন।
১-০ গোলের এই জয়ে ইউনাইটেডের বিপক্ষে লিগে জোড়া জয় তুলে নিতে সক্ষম হয়েছে সীগালসরা। এর আগে মৌসুমের প্রথম ম্যাচেও এরিক টেন হাগের শিষ্যদের পরাজিত করেছিল ব্রাইটন। তবে গত মাসে ওয়েম্বলিতে অনুষ্ঠিত এফএ কাপের সেমিফাইনালে পেনাল্টিতে ইউনাইটেডের কাছে দুর্ভাগ্যজনকভাবে পরাজিত হয়েছিল ব্রাইটন।
গতকালের ওই পরাজয়ের পরও পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড। লীগের শীর্ষ চারটি দল সুযোগ পাবে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার। তাদের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে তালিকার পঞ্চম স্থানে থাকা লিভারপুল। অপরদিকে গতকালের জয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাইটন।