বাসস
  ০৫ মে ২০২৩, ১৯:১৯

অবশেষে এ বছর ইউএস ওপেনে খেলার সুযোগ পাচ্ছেন জকোভিচ

যুক্তরাজ্য, ৫ মে, ২০২৩ (বাসস) : শেষ পর্যন্ত  এ বছরের আগস্টে শুরু হতে যাওয়া ইউএস ওপেন টেনিসে খেলতে পারবেন বিশে^র এক নম্বর টেনিস তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ। 
আমেরিকার সরকার জানিয়েছে, আগামী ১১ মে পর থেকে যুক্তরাজ্যে আন্তর্জাতিক ভ্রমনকারীদের করোনার টিকা নেয়া বাধ্যতামূলক থাকবে না। 
হোয়াইট হাউস বলছে, আগামী সপ্তাহে করোনা নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা শেষ হলে টিকার প্রয়োজন আর থাকবে না।
করোনাভাইরাসের টিকা আবিষ্কার হবার পর সেটি নেননি জকোভিচ। এজন্য গত বছর ইউএস ওপেন খেলতে পারেননি তিনি। এমনকি একই কারনে অস্ট্রেলিয়ান ওপেনও মিস করেন জকোভিচ। 
এ বছর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে খেলার জন্য মার্কিন প্রশাসনের কাছে আবেদন করেন জকোভিচ। কিন্তু করোনার টিকা না থাকার জন্য অনুমতি পাননি ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা। 
গত বছর করোনার টিকা না নেয়ায় দেশ থেকে নির্বাসিত করা হয় জকোভিচকে। তিনি জানান, করোনা টিকা নিয়ে সমস্যার সমাধান না হলে গ্র্যান্ড স্ল্যামে খেলবেন না।
এ বছর ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যামে জকোভিচের খেলার নিয়ে আর কোন সংশয় থাকছে না। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। শেষ হবে ১০ সেপ্টেম্বর।