শিরোনাম
ঢাকা, ১০ মে ২০২৩ (বাসস) : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বৃষ্টি আইনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫৯ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। এই জয়ে ডিপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে বেশ ভালভাবেই থাকলো শেখ জামাল।
দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে বৃষ্টি আইনে ৬ উইকেটে হেরেছে আবাহনী। এতে ১৫ ম্যাচ শেষে আবাহনী ও শেখ জামালের পয়েন্ট এখন সমান ২৬ করে।
আগামী ১৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও শেখ জামাল। ঐ ম্যাচটি শিরোপা নির্ধারন করবে।
ফতুল্লায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। ওপেনার সৈকত আলির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫০ রানের বড় সংগ্রহ পায় তারা। ১০টি চার ও ৫টি ছক্কায় ৮১ বলে ১০৮ রান করেন সৈকত। এছাড়া জিয়াউর রহমান ৪২ বলে অপরাজিত ৬৪, অধিনায়ক নুুরুল হাসান ৬২ ও ভারতের পারভেজ রসুল ২৫ বলে অপরাজিত ৫১ রান করেন।
বৃষ্টির কারনে ৪৬ দশমিক ১ ওভারে ৩১৫ রানের নতুন টার্গেট পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ইরফান শুক্কুরের অপরাজিত ১০০ রানের পরও ৪৬ দশমিক ১ ওভারে ৭ উইকেটে ২৫৫ রান করে ম্যাচ হারে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১১ বল খেলে ১১টি চার মারেন শুক্কুর।
ওপেনার হিসেবে নেমে ৩ রানে আউট হন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সঙ্গী পারভেজ হোসেন ইমন দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেন। শেখ জামালের রাসুল ৩৬ রানে ৩ উইকেট নেন।