বাসস
  ১২ মে ২০২৩, ১৭:২৩

আগামীকাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি

ঢাকা, ১২ মে ২০২৩ (বাসস) : আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার শুরু হচ্ছে চার জাতির ‘বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি উইমেন্স (ইয়ুথ ও জুনিয়র) হ্যান্ডবল টুর্নামেন্ট’। পাঁচ দিনের এ টুর্নামেন্ট শেষ হবে আগামী ১৭ মে।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আগের দুই আসর হয়েছিল ২০১০ ও ২০১৬ সালে। এবারের আগের দুই আসরের ব্যপ্তি এবং সফলতাকে ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস আয়োজকদের। এজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী ড.এ. কে. আব্দুল মোমেন এমপি। বেলা  ১২টায় উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত ও নেপাল।
বিশ্বের ৪৭টি দেশে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে টুর্নামেন্টটি দেখতে পাবেন দর্শকরা। একই সঙ্গে টুর্নামেন্টের ফেইসবুক পেইজেও ম্যাচগুলো লাইভ দেখানো হবে । চার দেশেরই অনুর্ধ্ব- ১৭ (ইয়ুথ) ও অনুর্ধ্ব- ১৯ (জুনিয়র) দল অংশ নিবে এই টুর্নামেন্টে।