বাসস
  ২৩ মে ২০২৩, ১৭:০০

ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

দুবাই, ২৩ মে ২০২৩ (বাসস) : ভারতীয় আম্পায়ার যতীন কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে  ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক সংবাদ বিবৃতিতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। 
কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের দু’টি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। কোন ঘটনায় অভিযোগ আনা হয়েছে সেটি বিস্তারিত জানায়নি আইসিসি। 
বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২২ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর ওপর তদন্ত করে কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 
আইসিসি আরও জানায়, দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গ করেছেন কাশ্যপ। প্রথম অভিযোগটি হলো, দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) কোন তথ্য চাইলে সেটি দিতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হওয়া। দ্বিতীয়টি হলো, তথ্য গোপন বা বিকৃত করে বা নষ্ট করে তদন্তে বিলম্ব করা। 
কোডের ৪.৬.৬ ধারা অনুযায়ী অভিযোগের জবাব দিতে ১৯ মে থেকে পরবর্তী ১৪ দিন সময় হাতে পেয়েছেন কাশ্যপ। 
এ ব্যাপারে অভিযোগের বিষয়ে আর কোন কিছু জানাবে না আইসিসি।