বাসস
  ২৮ মে ২০২৩, ১৩:৫৬
আপডেট : ২৮ মে ২০২৩, ১৪:০৩

রডরিগোর জোড়া গোলে সেভিয়াকে পরাজিত করেছে রিয়াল

সেভিয়া, ২৮ মে ২০২৩ (বাসস) : পিছিয়ে থেকেও রডরিগোর দুই গোলে লা লিগায় শনিবার সেভিয়াকে ২-১ ব্যবধানে  পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে তৃতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদকে চার পয়েন্টে পিছনে ফেলেছে গ্যালাকটিকোরা। 
ইনজুরিতে থাকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই কাল মাঠে নেমেছিল মাদ্রিদ। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ায় বর্ণবাদের শিকার হবার পর থেকে পুরো বিশে^র অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন ভিনিসিয়াস। শুধুমাত্র স্পেন নয়, পুরো বিশ^ই ভিনির প্রতি এই ধরনের আচরনে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। 
আক্রমনভাগে কার্লো আনচেলত্তির দলে ইনজুরির কারনে আরো ছিলেন না করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। 
 নিয়মিত ফরোয়ার্ড হিসেবে একমাত্র রডরিগোই কাল ফিট ছিলেন। ইউরোপা লিগের ফাইনালিস্টদের ম্যাচের ৩ মিনিটে এগিয়ে দেন রাফা মির। বুধবার রোমার বিরুদ্ধে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে সেভিয়া। রডরিগোর উপর যে দায়িত্ব ছিল তার শতভাগ প্রতিদান তিনি দিয়েছেন। দুই গোলের প্রথমটি এসেছিল ফ্রি-কিক থেকে। ম্যাচ শেষে রডরিগো বলেছেন, ‘এই ধরনের ম্যাচে ফিরে আসাটা সবসময়ই কঠিন। আমার দুটি গোলই ভাল হয়েছে, তবে ফ্রি-কিক থেকে গোল করাটা সবসময়ই স্পেশাল। আমরা সবসময়ই এই বিষয়টি অনুশীলন করি। ম্যাচের আগে থেকেই ঠিক করা থাকে যে সবচেয়ে বেশী আত্মবিশ^াসী থাকবে সেই কিকটি নিবে। কাল আমি সেই দায়িত্ব পালন করেছি।’
ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে রডরিগোকে মাঠ থেকে উঠিয়ে নেন আনচেলত্তি। এ সম্পর্কে রডরিগো বলেছেন, ‘কোচের প্রতি আমি কিছুটা রাগান্বিত হয়ে গিয়েছিলাম। কারন আমি হ্যাটট্রিক করতে চেয়েছিলাম। তারপরও ঠিক আছে, আনচেলত্তি আমাকে বলেছে জয়ের জন্য এই গোলই যথেষ্ঠ।’
সেভিয়া কোচ হোসে লুইস মেনডিলিবার রামন সানচেজ পিজুয়ানে বৃষ্টি¯œাত ম্যাচটিতে বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করে খেলিয়েছেন। বিশেষ করে রোমার বিরুদ্ধে ম্যাচটি তার মাথায় ছিল। ব্রায়ান গিলের শট ব্লক হবার পর ফিরতি বল জালে জড়ান মির। রডরিগো কিছুক্ষন পরেই দলকে সমতায় ফেরাতে পারতেন। কিন্তু ডানি সেবালোস ও লুকাস ভাসকুয়েজের বাননো বলটি তিনি লক্ষ্যে পৌঁছাতে পারেননি। যদিও তারপরপরই ব্রাজিলিয়ান এই তারকা রিয়ালকে সমতায় ফেরান। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে তার কার্লিং শটটি গোলরক্ষক ইয়াসিন বুনোর আটকানোর  সাধ্য ছিলনা। 
দ্বিতীয়ার্ধের শুরুতে মির আবারো গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শটটি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। টনি ক্রুসের সহায়তায় সেভিয়া ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলকে কাটিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রডরিগো ৬৯ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন। এনিয়ে এবারের লিগে রডরিগো নবম গোল করলেন। এর মাধ্যমে ধীরে ধীরে নিজেকে আনচেলত্তির নির্ভরযোগ্য খেলোয়াড়ে নিজেকে পরিনত করেছেন। আনচেলত্তি বলেছেন, ‘রডরিগো সেন্টার-ফরোয়ার্ড হিসেবে আজ নিজেকে নির্ভরযোগ্য হিসেবে প্রমান করেছে। তার মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্র লক্ষ্য করা গেছে।’
সেবালোসকে বাজেভাবে ফাউলের অপরাধে ম্যাচের একেবারে শেষভাগে মার্কোস এ্যাকুনাকে লাল কার্ড দেয়া হয়েছে। যে কারনে কার্যত সেভিয়ার আর ম্যাচে ফেরা হয়নি। 
মেস্তালায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে আগের এ্যাওয়ে ম্যাচটিতেই ভিনিসিয়াস বর্ণবাদের শিকার হয়েছিলেন। যে কারনে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ছাড়া কালকের ম্যাচটি শেষ হওয়ায় আনচেলত্তি সেভিয়ার দর্শকদের প্রশংসা করেছেন। এ সম্পর্কে মাদ্রিদ বস বলেন, ‘পরিস্থিতি বদলে গেছে। যা খুবই ভাল লক্ষণ। আশা করছি সবাই বুঝতে পারবে স্টেডিয়ামে কি করা যাবে, কি করা যাবেনা। এভাবেই যেন সবসময়ই স্টেডিয়ামের পরিবেশ বজায় থাকে, আমরা এটাই চাই।’
মে মাসের শুরুতে রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে জয় করেছে। কিন্তু ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগার শিরোপাও হাতছাড়া করেছে। ২০১৯ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয় করেছে বার্সেলোনা।