শিরোনাম
লন্ডন, ২৯ মে ২০২৩ (বাসস/এএফপি): ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, ট্রেবল শিরোপা জয়ের লক্ষ্য আগামী শনিবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবার আগে সুস্থতা ফিরে পেতে লড়াই করছেন কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশ ও রুবেন দিয়াস।
ইনজুরির কারণে গতকাল রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে সিটির হয়ে খেলতে পারেননি বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনা, ইংল্যান্ড উইঙ্গার গ্রিলিশ ও পর্তুগাল ডিফেন্ডার রুবেন দিয়াস। ম্যাচে ১-০ গোলে হেরে যায় গার্দিওলার শিষ্যরা।
এক মৌসুমে সেরা তিনটি জয়ের লক্ষ্য স্থির করা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের। এর আগে এফএ কাপের ফাইনালে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে নিজেদের লক্ষ্য পুরণে আরো একধাপ এগিয়ে যেতে চায় ম্যানচেস্টার সিটি।
তবে আগামী সপ্তাহে ওয়েম্বলিতে সিটিজেনদের জয়ের লক্ষ্য পুরণ ব্যাঘাত ঘটতে পারে যদি না ডি ব্রুইনা, গ্রিলিশ ও দিয়াস সময়মত সুস্থতা ফিরে না পান। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে এইসব তারকারা সুস্থ হয়ে উঠবেন কিনা- সাংবাদিকরা জানতে চাইলে জবাবে সিটি বস গার্দিওলা বলেন,‘ এই মুহুর্তে ঠিক বলতে পারছি না। তবে আমি আশাবাদি।’
তিনি বলেন,‘ রুবেন, জ্যাক ও কেভিন খেলতে পারেনি, এমনটাই সত্যি। আমার মনে হয় তারা প্রস্তুতি নেবে। কিন্তু অনুশীলনে তাদের প্রস্তুত করা কঠিন হবে। সেজন্য আমাকে আজকে যারা খেলেছে তাদের দেখতে হয়েছে।’
ব্রেন্টফোর্ড একমাত্র দল যারা এই মৌসুমে সিটিকে দুইবার পরাজিত করেছে। ২০১৬ সালে সিটির দায়িত্ব নেয়ার পর এই নিয়ে পঞ্চমবারের মতো তাদের হারিয়েছে ব্রেন্টফোর্ড। গার্দিওলা বলেন,‘ আমি নিশ্চিত পয়েন্টের প্রয়োজন হলে আমাদের আচরণ ভিন্ন হতো। (দলের) আজকের আচরণ নিয়ে আমার কোন অভিযোগ নেই। আমি ছেলেদের বলেছি, তোমরা সবেমাত্র শিরোপা জয় করেছ। সুতরাং পরিবারের সদস্যদের নিয়ে দুইদিন আনন্দ কর। এরপর আমরা প্রথম ফাইনালের জন্য প্রস্তুতি নেব।
দলের হয়ে যারা নিয়মিত খেলে থাকে তারা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল বলেই তারা খেলেনি। ইউনাইটেডের বিপক্ষে পুর্ন শক্তি নিয়ে মুখোমুখি হবার জন্য তাদের বিশ্রামের প্রয়োজন ছিল।’