বাসস
  ৩১ মে ২০২৩, ১৫:৫৮

সৌদির আকর্ষণীয় প্রস্তাব নিয়ে চিন্তা শুরু করেছেন বেনজেমা

মাদ্রিদ, ৩১ মে ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : এ মাসের শুরুতে আরো এক বছরের জন্য রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন করিম বেনজেমা। কিন্তু সৌদি আরবের ক্লাব আল নাসরের আকর্ষনীর প্রস্তাবের পর মাদ্রিদে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা শুরু করেছেন ২০২২ ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা ফরোয়ার্ড।
৩৫ বছর বয়সী বেনজেমা জানুয়ারিতে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছিলেন সৌদির ক্লাবটির কাছ থেকে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সম পরিমান অর্থের বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ইতোমধ্যেই দলে ভিড়িয়েছে আল নাসর।
সম্প্রতি মনোভাব  পাল্টে বেনজেমা সৌদির প্রস্তুাব নিয়ে ভাবতে শুরু করেছেন বলে সূত্রমতে জানা গেছে।
২০২২-২৩ মৌসুমটা মোটেই ভাল কটেনি মাদ্রিদের। বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে।
এ মৌসুমে বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগেছেন বেনজেমা। যে কারনে কাতার বিশ^কাপেও খেলা হয়নি। বিশ^কাপে ফ্রান্স রানার্স-আপ হয়।
একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে বেনজেমা বার্নাব্যুতে থাকতে চান। গত ১১ বছর যাবত এ ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন। কিন্তু মাদ্রিদের সাবেক সতীর্থ রোনাল্ডোর সাথে রিয়াদে যোগ দেবারও সম্ভাবনা রয়েছে।
সৌদি পেশাদার লিগ ইতোমধ্যেই লিওনেল মেসি, সার্জিও বাসকুয়েটস ও জোর্দি আলবার মত তারকাদের দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে ধরনের পরিকল্পনা সেখানকার ক্লাবগুলোসহ লিগ কর্তৃপক্ষের মধ্যে দেখা যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে বিশে^র শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি লিগও জায়গা করে নিবে বলে কিছুদিন আগে আশাবাদ ব্যক্ত করেছেন রোনাল্ডো।