শিরোনাম
বার্লিন, ৩১ মে ২০২৩ (বাসস/এএফপি) : বায়ার্ন মিউনিখ ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড। ইতোমধ্যেই বায়ার্ন কর্তৃপক্ষের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। জার্মানী গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
ফরাসি জাতীয় দলের ২৭ বছর বয়সী ডিফেন্ডার পাভার্ডের সাথে আগামী মৌসুমের পরে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বায়ার্নের। পাভার্ড এই চুক্তি আর নবায়ন করতে চাচ্ছেন না বলে দাবী করেছে জার্মান দৈনিক বিল্ড।
ব্রডকাস্টার স্কাই স্পোর্টস জানিয়েছে, আসন্ন গ্রীষ্ম মৌসুমেই পাভার্ড অন্য কোন ক্লাবে যেতে চান বলে বায়ার্ন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিয়েছেন।
স্কাই স্পোর্টস আরো জানিয়েছে বৈচিত্র্যময় খেলোয়াড় হিসেবে পরিচিত পাভার্ডকে দলে পেতে ইতোমধ্যেই ইউরোপের বেশ কিছু শীর্ষ দল আগ্রহ দেখিয়েছে যার মধ্যে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা অন্যতম।
২০১৮ সালে রাশিয়া বিশ^কাপে ফ্রান্সের হয়ে শিরোপা জিতেছেন পাভার্ড। শেষ ষোলতে আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্সের ৪-৩ গোলের জয়ের ম্যাচটিতে অসাধারণ এক গোল করেছিলেন। পরের মৌসুমে জার্মান প্রতিদ্বন্দ্বী স্টুটগার্ট থেকে এই ফ্রেঞ্চম্যান বায়ার্নে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে বুন্দেসলিগা থেকে স্টুটগার্ট রেলিগেটেড হয়ে যাবার পরে পাভার্ড দলবদলের সিদ্ধান্ত নেন। এরপর থেকে বেভারিয়ান্সদের হয়ে পাভার্ড ১৫০ ম্যাচ খেলেছেন। বায়ার্নের জার্সি গায়ে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।
গত সপ্তাহে বায়ার্ন টানা ১১তম বুন্দেসলিগা শিরোপা জিতে রেকর্ড সৃষ্টি করে।