শিরোনাম
মাদ্রিদ, ৪ জুন ২০২৩ (বাসস/এএফপি) : অবশেষে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তার দলছাড়া নিয়ে বেশ কিছুদিন সরব ছিল গণমাধ্যম। তবে সেটি আমলে নেননি স্প্যানিশ ক্লাবটি। একদিন আগেও রিয়াল মাদ্রিদে বেনজেমা থেকে যাচ্ছেন বলে নিশ্চিত করেছিলেন কোচ কার্লো আনচেলত্তি।
তবে আজ রিয়ালের পক্ষ থেকেই জানানো হয়েছে ক্লাব ছাড়ার বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়েছেন করিম বেনজেমা। লোভনীয় অর্থে সৌদি আরবেই ৩৫ বছর বয়সি এই ফরোয়ার্ড পাড়ি জমাতে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।
এক বিবৃতিতে লস ব্লাস্কোসরা জানায়, ‘রিয়াল মাদ্রিদ এবং আমাদের অধিনায়ক করিম বেনজেমা একটি চুক্তিতে উপনীত হয়েছে। চুক্তি মোতাবেক আমাদের ক্লাবের খেলোয়াড় হিসেবে নিজের অসাধারণ ও অবিষ্মরনীয় যুগের অবসান ঘটাতে যাচ্ছেন বেনজেমা। কিংবদন্তী একজনকে কৃতজ্ঞতা এবং পুর্ন ভালোবাসা দেখাতে চায় রিয়াল মাদ্রিদ।’
গতকালই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন বেনেজমার রিয়াল মাদ্রিদে থাকার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বেনজেমা এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে মৌসুমের শেষ ম্যাচে খেলতে প্রস্তুত। দ্রুতই সে সুস্থ হয়ে উঠেছে। তার সাথে মাদ্রিদের এখনো এক বছরের চুক্তি বাকি আছে। সে কারনেই এখানে তার থাকা নিয়ে কোন শঙ্কা নেই। ক্লাবের এই কিংবদন্তী রিয়াল মাদ্রিদ থেকেই অবসরে যাবেন। আমি বিশ্বাস করি ক্লাবের সব সমর্থকই সেটাই চায়।’
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে বেশ কিছু রিপোর্টের সূত্র ধরে সৌদি আরবের আকর্ষণীয় প্রস্তাবে সাড়া দেয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে বেনজেমা বলেছিলেন, ‘আমি এখনো মাদ্রিদে আছি । ভার্চুয়াল দুনিয়ায় অনেক কথাই হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন।’
লিগ ওয়ানের ক্লাব লিয়ঁ থেকে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেনজেমা। সেখানে নিজেকে মুল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেয়া পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং গ্যারেথ বেলকে সঙ্গী করে ‘বিবিসি’ খেতাব নিয়ে রিয়ালের একটি আগ্রাসী আক্রমনভাগ গড়ে তুলেছিলেন বেনজেমা। ২০১৮ সালে রোনাল্ডো রিয়াল ছাড়লে ভেঙ্গে পড়ে ত্রিমুর্তির সেই বন্ধন।
রিয়ালের হয়ে এই পর্যন্ত পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা ও তিনটি কোপা ডেল রে’র শিরোপা জয় করেছেন বেনজেমা। বর্তমানে বিশ্বসেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি’অর ফারসি ওই তারকার দখলে।
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার দ্বিতীয় আসনটিও বেনজেমার দখলে। ক্লাবটির হয়ে রোনাল্ডো করেছেন ৪৫০ গোল এবং বেনজেমা করেছেন ৩৫৩ গোল।
একদিন আগেই এডেন হ্যাজার্ড, মার্কো অ্যাসেনসিও এবং মারিয়ানো দিয়াজ এই গ্রীষ্মে মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল। ফলে দলের আক্রমনভাগে নতুনদের জন্য যথেষ্ঠ জায়গা খালি হবে বলে মন্তব্য করেছিলেন কোচ আনচেলত্তি। যদিও ইংল্যান্ড ও টটেনহ্যাম হটস্পার্স স্ট্রাইকার হ্যারি কেনের প্রতি মাদ্রিদের আগ্রহের কথাটি এড়িয়ে যান তিনি। বলেন,‘আমি দলের ভবিষ্যত নিয়ে এখনই কিছু বলতে চাইনা। কেন টটেনহ্যামের একজন সেরা খেলোয়াড়। আমাদের কেন ও টটেনহ্যামের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।’