শিরোনাম
লন্ডন, ৪ জুন ২০২৩ (বাসস) : লর্ডসে গতকাল শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য ইংল্যান্ড দলে রাখা হয়েছে পেসার জশ টোংকে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের ১৬ সদস্যের দলই অ্যাশেজের প্রথম দুই ম্যাচে ধরে রেখেছে ইংল্যান্ড।
দলের দুই পেসার জেমস এন্ডারসন ও ওলি রবিনসনের ইনজুরির কারনে শেষ মুর্হূতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দলে সুযোগ হয় টোংয়ের। আগামী ১৬ জুন থেকে এডজবাস্টনে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টের আগে এন্ডারসন-রবিনসন সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
লর্ডসের প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও বল হাতে নজর কেড়েছেন টোং। বোলিংয়ে নিজের প্রথম স্পেলে ঘন্টায় ৯১ মাইল গতিতে বল করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নেন টোং।
কাঁধের ইনজুরির কারনে ১৫ মাস মাঠের বাইরে ছিলেন টোং। সুস্থ হয়ে গেল বছর আবারও মাঠে ফিরেন তিনি। গত মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথকে দারুন এক ডেলিভারিতে আউট করেন টোং।
টোংসহ ইংল্যান্ডের ঘোষিত দলে পেসার এখন সাতজন। অভিজ্ঞ এন্ডারসন-রবিনসন ছাড়াও আরও আছেন স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ক্রিস ওকস এবং মার্ক উড।
দলে একমাত্র স্পেশালিস্ট স্পিনার জ্যাক লিচ। এ ছাড়াও আছেন ব্যাটিংয়ের সাথে স্পিন সকরতে সক্ষম এসেক্সের ড্যান লরেন্স।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টোং, ক্রিস ওকস ও মার্ক উড।