শিরোনাম
রিয়াদ, ৬ জুন, ২০২৩ (বাসস/এএফপি) : স্প্যানিশ রিয়াল মাদ্রিদের হয়ে ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলার করিম বেনজেমা স্যেদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে আগামী মৌসুম তেকে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। জেদ্দা কেন্দ্রিক ক্লাবটির একটি সূত্র বার্তা সংস্থা এএপপিকে বিষয়টি আজ নিশ্চিত করেছে।
সৌদি ক্লাব সূত্রটি জানায়,‘ করিম বেনজেমা আগামী মৌসুম থেকে তিন বছরের জন্য আল-ইত্তিহাদ ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন।’
বেনজেমার ভবিষ্যত স্প্যানিশ রাজধানীতেই তাতে ‘কোন সন্দেহ নেই’ বলে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির বক্তব্যের এক দিন পরই বোরবার ক্লাব কর্তৃপক্ষ ১৪ মৌসুম শেষে ৩৫ বছর বয়সী এ তারকা ক্লাব ত্যাগের ঘোষনা দেয়। এই চুক্তির ফলে রিয়ালে সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে মধ্য প্রাচ্যে যোগ দিচ্ছেন বেনজেমা। তগ বছর বিশ^কাপ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে মধ্য প্রাচ্যে পাড়ি জমান রোনাল্ডো।
এ ছাড়া দুই মৌসুম শেষে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই(পিএসজি) ছেড়ে যাওয়া লিওনেল মেসিও সৌদি আরবে পাড়ি জমাতে পারেন বলে আলোচনা আছে।
সৌদি ক্অব আল হিলালের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই মেসির বাবার সঙ্গে বৈঠক করেছে।
লিগ ওয়ানের দল লিঁয় থেকে ২০০৯ সালে রিয়ালে যোগ দেন বেনজেমা। মাদ্রিদের হয়ে ৬৪৮ ম্যাচে ক্লাব ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৪ টি গোল করেছেন বেনজেমা। সর্বোচ্চ ৩৫৫টি গোল করেছেন রোনাল্ডো।