শিরোনাম
লন্ডন, ৭ জুন ২০২৩ (বাসস/এএফপি) : ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলোয়াড়দের আত্মবিশ্বাস যেন অহংকারে পরিনত না হয়, সে ব্যপারে শিষ্যদের সতর্ক করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ঐতিহাসিক ট্রেবল জয়ের পথে সিটিজেনরা আর মাত্র একটি শিরোপা দুরে রয়েছে।
এক মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের পর দ্বিতীয় কোন ইংলিশ ক্লাব হিসেবে গার্দিওলার দলের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতে ট্রেবল জয়ের হাতছানি। আগামী শনিবার ইস্তাম্বুলে ইতালিয়ান জায়ান্টদের বিরুদ্ধে ফাইনালে সিটিকেই হট ফেবারিট হিসেবে গণ্য করা হচ্ছে। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মত দলগুলোকে হঠিয়ে দারুন আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে খেলতে নামবে সিটিজেনরা।
বিপরীতে সিরি-এ লিগে পয়েন্টের বেশ পার্থক্য নিয়েই তৃতীয় স্থান লাভ করেছে ইন্টার। সিটির তুলনায় ফাইনালে পথে তারা কিছুটা হলেও সহজ প্রতিপক্ষ হিসেবে পোর্তো, বেনফিকা ও এসি মিলানকে পেয়েছিল। যদিও ইউরোপীয়ান আসরে তাদের দখল করা তিনটি শিরোপার বিপরীতে সিটি এখনো কোন ট্রফি জয় করতে পারেনি। সে কারনেই গার্দিওলা তার দলকে আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিয়েছেন।
গণমাধ্যমে এ সম্পর্কে গার্দিওলা বলেছেন, ‘অবশ্যই আমরা আত্মবিশ্বাসী এবং এ কারনেই আশাবাদী। কিন্তু একইসাথে প্রতিপক্ষের কঠোরতা ও গুনাবলীকেও অবহেলা করার কোন উপায় নেই। আমরা কখনোই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিততে পারিনি।’
১৯৯৮/৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমে তিনটি বড় শিরোপা জিতে যা অর্জণ করেছিল সেটাই এখন করে দেখাতে মুখিয়ে আছে সিটি। শনিবার এফএ কাপে ফাইনালে ইউনাইটেডকে ২-১ গোলে পরাজিত করে সেই লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গেছে।
গার্দিওলা জানিয়েছেন দুই বছর আগে পোর্তোতে চেলসির বিরুদ্ধে সর্বশেষ ফাইনালে ১-০ গোলে হারের ম্যাচটি থেকে এবার তাদের প্রস্তুতি অনেক ভাল হয়েছে। কিন্তু একইসাথে তিনি বলেছেন গত চার মাসের দুর্দান্ত পারফরমেন্স এখন অতীত। ফাইনাল সম্পূর্ন নতুন একটি ম্যাচ। শেষ ২৭ ম্যাচে সিটির একমাত্র পরাজয়টি এসেছে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিনে ব্রেন্টফোর্ডের কাছে হারের মধ্য দিয়ে। সিটি বস বলেন, ‘আমরা সবাই জানি ফাইনাল এমন একটি ম্যাচ যেখানে ৯৫ মিনিট কিভাবে নিজেকে একজন খেলোয়াড় প্রমান করছে সেটাই গুরুত্বপূর্ণ। এখানে ইতিহাস কোন ব্যপার নয়, ইতিহাসের তুলনা করলে তারা আমাদের থেকে অভিজ্ঞ। গ্রুপ পর্ব, শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, প্রিমিয়ার লিগ কিংবা এফএ কাপে কেমন খেলেছো তার কোন মূল্য এখানে নেই। ফাইনাল ম্যাচে যেকোন মূল্যে প্রতিপক্ষের তুলনায় ভাল খেলতে হবে।’
এই মুহূর্তে ইংল্যান্ডের দলটিতে একমাত্র দু:শ্চিন্তার বিষয় কাইল ওয়াকারের ইনজুরি। পিঠের ইনজুরির কারনে মঙ্গলবার এই রাইট-ব্যাক অনুশীলনের বাইরে ছিলেন। কিন্তু ফাইনালের আগে তার ফিরে আসার আশা করছেন গার্দিওলা। এ সম্পর্কে তিনি বলেন, ‘গতকাল সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। তবে আজ আগের তুলনায় ভাল। কিন্তু আমরা তাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাই না । আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।